রাজধানীর ডেমরা ওরিয়েন্টাল স্কুলের মোড় এলাকায় আবু সাঈদ (৩২) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে প্রথমে যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা আপেল মাহমুদ বলেন, আমার ভাগিনা ডেমরা ৬৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক। সন্ধ্যার দিকে একটু চায়ের দোকানে চা খাওয়ার সময় আওয়ামী যুবলীগ সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে আমরা খবর পেয়ে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার ভাগিনার বাসা ডেমরা আমতলা বাহির টেংরা এলাকায়। ওই এলাকার সিকান্দার আলীর সন্তান। নিহত আবু সাঈদ এক সন্তানের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ