নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলাকে কেন্দ্র করে মহানগর বিএনপিতে পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এক পক্ষ সকালে সমাবেশ করে, আবার বিকেলে অন্য পক্ষের নেতাকর্মীরা সমাবেশ করেন।
সেই সাথে সমাবেশে একে অপরকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন। আর তাদের এই বক্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় যে কোনো গ্রুপের নেতাকর্মীরা গুপ্ত হামলার শিকার হতে পারেন বলেন আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীর ব্যানানে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এদিকে বিকেলে আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলার ঘটনায় শাস্তি দাবি করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানারে এক সমাবেশের আয়োজন করা হয়।এ হামলার ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে এই ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল