বরিশাল নগরীর স্টেডিয়াম কলোনীতে শ্রমিক দলের নেতাকে কুপিয়ে জখম এবং শিল্পাঞ্চলে সন্ত্রাস এবং বিশৃঙ্খলা তৈরির প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক।
মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর বিএনপি সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, জেলা শ্রমিক দল সভাপতি আব্দুল হক ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের চিহ্নিত সন্ত্রাসীরা এখনো ঘাপটি মেরে আছে। বরিশালে এদেরই হামলার শিকার হয়েছে শ্রমিক দলের আলমসহ বেশ কয়েকজন। তারা দেশকে অস্থিতিশীল অবস্থায় রাখতে শিল্পাঞ্চলে এই সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। যাতে করে অর্থনৈতিকভাবে দেশ পিছিয়ে পড়ে। এদের প্রতিহত করার এখনই সময়।
বিডি প্রতিদিন/এমআই