বরিশাল মহানগর পুলিশের চার থানার ওসি বদলি করা হয়েছে। সোমবার তাদের বদলি করা হয়েছে বলে পুলিশ কমিশনারের স্টাফ অফিসার সহকারী কমিশনার প্রনয় রায় জানিয়েছেন।
তিনি জানান, চার থানার ওসিদের বদলি করা হয়েছে। কিন্তু নতুন কাউকে দায়িত্ব দেয়া হয়নি। চার থানার পরিদর্শক (তদন্ত) আপাতত দায়িত্ব পালন করবেন।
পুলিশ সূত্র জানিয়েছে, কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান, বন্দর থানার ওসি বিপ্লব কুমার মিস্ত্রি ও এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে। এছাড়াও কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামানকে পিবিআইতে বদলি করা হয়েছে।বিডি প্রতিদিন/এএ