রাজধানীর শেরেবাংলা নগরের পান্থপথের একটি ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিফাত (২২) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু হয়েছে। রিফাত শেরেবাংলা নগরের পান্থপথের ডালিয়াবাড়ী পানির পাম্প এলাকায় ভাড়া থাকতেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিফাতের বন্ধু ইসমাইল হোসেন জানান, রিফাত পান্থপথের রিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ওয়েল্ডিংয়ের কাজ করতো। আজ রাতের দিকে ওই ওয়ার্কশপে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান- রিফাত আর বেঁচে নেই।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ