মিষ্টি জাতীয় খাদ্যপণ্যের ব্র্যান্ড ‘সুইট নেশনে’র ছয় নম্বর শাখা উদ্বোধন হলো রাজধানী ঢাকার মিরপুরের-৬-প্রশিকা মোড়ে। এর মাধ্যমে নারায়ণগঞ্জের জনপ্রিয় এই মিষ্টির দোকান ঢাকায় তিনটি ও নারায়ণগঞ্জে তিনটি শাখা পূর্ণ করল।
সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্যসম্মত অর্গানিক পদ্ধতিতে নিজস্ব খামারের গাভির দুধ দিয়ে মিষ্টির স্বাদকে অক্ষুণ্ন রেখে বিশুদ্ধ দই, মিষ্টি নারায়ণগঞ্জ ও রাজধানীর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্র্যান্ডটির প্রধান উদ্যোক্তা ফকরুল ইসলাম রাহাদ জানান, সুইট নেশনের সুস্বাদু মিষ্টির রয়েছে ৫০টির অধিক আইটেম। এ ছাড়া বার্থডে কেক, পার্টি কেকসহ রয়েছে স্ন্যাকস টিফিন ও বিভিন্ন আইটেম।বিডি প্রতিদিন/এমআই