৫ অক্টোবর, ২০২৪ ০০:৫১

নারায়ণগঞ্জে হেফাজতের জেলা ও মহানগর কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে হেফাজতের জেলা ও মহানগর কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের বাগে জান্নাত মসজিদে প্রতিনিধি সম্মেলনের মধ্যদিয়ে হেফাজতে ইসলাম সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব এ কমিটি ঘোষণা করেন।

হেফজত ইসলামের জেলা কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মুফতি মনির হোসাই কাসেমী ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এবিএম সিরাজুল মামুন। সেই সঙ্গে মহানগর হেফাজত ইসলামের কমিটিতে সভাপতি হিসেবে মুফতি হারুনুর রশদি ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা মীর আহমাদুল্লাহ।

মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, আপাতত আমরা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছি। পরবর্তীতে সংশ্লিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে মিডিয়ার মাধ্যমে কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করবেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর