বাংলাদেশ মেরিনার্স সোসাইটি (বিএমএস) শুক্রবার এক মতবিনিময় সভার আয়োজন করে। রাজধানীর বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে
এ আয়োজন করা হয়।
সভায় উপস্থিত বক্তারা বলেন, মেরিনারগণ বিশ্বের প্রতিটি দেশে অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে থাকেন। প্রতি বছর প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স নিয়ে আসেন বাংলাদেশি মেরিনারগণ। তাই বহির্বিশ্বে আমাদের সুনাম অক্ষুণ্ন রাখতে বিভিন্ন দেশে অবস্থানকারী আমাদের নাবিকদের সাইন অন/অফ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এয়ারপোর্টে মেরিনার্স লাউঞ্জ চালুর দাবি করেন বাংলাদেশ মেরিনার্স সোসাইটির সদস্যগণ।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে শিপিং সেক্টরের মত এত বড় একটি খাত দক্ষ জনবল তৈরি করতে পারলেও তা ব্যবহারের সুযোগ খুবই সীমিত। পিএসসির খুব কমসংখ্যক আসনে নিয়োগ পায় মেরিনারগণ। তাই বিসিএসে মেরিন ক্যাডার নিয়োগের দাবি তুলেন সদস্যবৃন্দগণ। এছাড়াও মেরিনারদের বিভিন্ন সমসাময়িক সমস্যার কথাও সদস্যরা তুলে ধরেন।
বাংলাদেশ মেরিনার্স সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রইচ উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেরিনার্স সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার এম. এ. রশিদ।
সভায় উপস্থিত নৌ-পরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যে নাবিকদের প্রফেশনাল পরীক্ষার সিওপি সনদ অনলাইন জেনারেটেড করা হবে, এতে করে নাবিকদের সার্টিফিকেট তুলতে কুরিয়ার বা ডিজি অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। এছাড়াও চট্টগ্রামের পাশাপাশি ঢাকায় নাবিকদের সাইন অন/অফ চালুর বিষয়টি নিশ্চিত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত নৌ পরিবহণ অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ আরিফুল ইসলাম ও ক্যাপ্টেন এ কে এম শফিকুল্লাহ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যানিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ মোহাম্মদ জহিরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেনসহ বাংলাদেশ মেরিনার্স সোসাইটির অন্যান্য সদস্য
বিডি প্রতিদিন/মুসা