গাজীপুরের কালিয়াকৈর ডিগ্রি কলেজের আগের অ্যাডহক কমিটি বাতিল ঘোষণা করায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন তারা।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খানকে সভাপতি করে কালিয়াকৈর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
এক সপ্তাহ পরই আগের ওই কমিটি বাতিল করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদকে সভাপতি করে আরেকটি অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় কলেজ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে তারা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে এবং অধ্যক্ষের কক্ষে অবস্থান নেয়।
বিডি প্রতিদিন/এমআই