গাজীপুর টেকসই চামড়া শিল্প গড়ে তোলার লক্ষ্যে পরিবেশগত প্রভাব নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং করণীয় নির্ধারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা অফিসার্স ক্লাবের মিটিং রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সলিডার সুইসের তত্ত্বাবধানে ওশি ফাউন্ডেশনের পরিচালনায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।
সভায় সরকার প্রতিনিধি, চামড়া শিল্পের মালিক পক্ষের প্রতিনিধি, শ্রমিক পক্ষের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং এই শিল্পের টেকসই উন্নয়নের জন্য করণীয়।
প্রধান অতিথি বলেন, চামড়া শিল্পের টেকসই উন্নয়নের জন্য সবাই মিলে একত্রে কাজ করা অত্যন্ত জরুরি। পরিবেশগত ক্ষতির পরিমাণ কমিয়ে এনে আমরা এই শিল্পকে আরও উন্নত করতে পারি।
বিডি প্রতিদিন/এমআই