নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত ও পরিবেশ দূষণকারী চারটি কারখানায় অভিযান চালিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। একই সঙ্গে কারখানাগুলো সিলগালা করে দেয়া হয়েছে।
আজ রবিবার (২০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. আল মামুনের নেতৃতে জেলা পুলিশ, বিদ্যুৎ বিছিন্নকারী টীম, তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারী টীম ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি টীম এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চালানো কারখানাগুলো হলো- কুতুবাইলের মেসার্স হোসেন টেক্সটাইল মিলস, কুতুবপুরের পশ্চিম দেলপাড়ার মো. সারোয়ার আলম রাবিবের ইট ক্রাসিং কারখানা, একই এলাকার মো. ফারুখ হোসেন খোকনের ইট ক্রাসিং কারখানা ও মো: আজাহার উদ্দিন শেখে ইট ক্রাসিং কারখানা।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোজাহীদ বলেন, কারখানার মধ্যে কুতুবাইলে অবস্থিত মেসার্স হোসেন টেক্সটাইল মিলস নামক কারখানাটি দীর্ঘদিন যাবৎ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি অকার্যকর রেখে কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনা করছিল। এছাড়া অন্যান্য তিনটি কারখানাসমূহ পরিবেশগত ছাড়পত্র ব্যতীত অবৈধভাবে আবাসিক এলাকায় ইট ও পাথর ক্রাসিং দ্বারা পরিবেশ দূষণ করছিল। তাদের তাদের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ