ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী মহিউদ্দিন আলি মুকুল (৬২) মারা গেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষীরা তাকে রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে দুপুরে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২০ অক্টোবর) রাত সোয়া ৯ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক। তিনি বলেন,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি কি মামলার বন্দী ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি। তার বাবার নাম মৃত জান্নাত আলী।
বিডি প্রতিদিন/নাজমুল