জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্দেশে আজ (২১ অক্টোবর) থেকে ১৫ দিনব্যাপী ট্রাফিক পক্ষ-২০২৪ শুরু হয়েছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক আজ সকাল থেকেই রাজধানীজুড়ে ট্রাফিক পুলিশের সঙ্গে রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।
এ লক্ষ্যে অংশগ্রহণকৃত রোভার স্কাউট ও অন্যান্য স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় ব্রিফিং দেওয়া হয়েছে। তারা প্রধান সড়কে রিকশা বন্ধ করার উদ্যোগসহ ট্রাফিক পক্ষের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করছে।
বিডি প্রতিদিন/আরাফাত