সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা ও জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন প্রত্যাশীরা।
সোমবার বেলা পৌনে ১২টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে '৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের' ব্যানারে তারা জড়ো হতে থাকেন। বেলা ১২টা পর্যন্ত প্রায় অর্ধ-শতাধিক চাকরি প্রত্যাশীদের সেখানে জড়ো হতে দেখা যায়।
শাহবাগে ৩৫ প্রত্যাশীরা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটি চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার সুপারিশ করেছে। তবে উপদেষ্টাদের মিটিংয়ে এই সুপারিশ আরো যাচাই-বাছাইয়ের কথা বলেছে। আমাদের যৌক্তিক দাবি নস্যাৎ করার জন্য এভাবে কালক্ষেপণ করা হচ্ছে বলে আমরা মনে করি। তাই আমরা আজ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে শাহবাগে জড়ো হয়েছি। আমরা চাই দ্রুত চাকরির বয়স ৩৫ বছর করে প্রজ্ঞাপন জারি করা হোক।
এদিকে, শাহবাগে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত