রাজধানীর মোহাম্মদপুরে কাটাসুর রোড এলাকায় বালতির পানিতে পড়ে হুমাইশা নামের একবছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
শিশুটির খালু আরিফুর রহমান বলেন, হুমাইশার মা রান্নাঘরে কাজে ছিলেন এসময়ে হুমাইশা ওয়াশরুমে
বালতির পানিতে পড়ে যায়।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে সন্ধ্যা ৭ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আশিক