গত ২৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুর সিটি করপোরেশনের সকল কাউন্সিলরকে অপসারণ করা হয়। এরপর থেকেই দায়িত্ব হারান ৩৩টি ওয়ার্ডের ৪৪জন কাউন্সিলর। পরে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের ওই ওয়ার্ডগুলোতে কাউন্সিলরদের পরিবর্তে দায়িত্ব দেয়া হয়। সোমবার বিকেলে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন ৩৮ জন কাউন্সিলর। সেখানে অপসারণের প্রজ্ঞাপন প্রত্যাহারসহ কাউন্সিলর পুন:বহালের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু কাউন্সিলরদের পক্ষে প্রথমে বক্তব্য রাখেন। তিনি বলেন, কাউন্সিলরদের অপসারণের ফলে জনগণের দুর্ভোগ বেড়েছে কারণ জন্ম সনদ, মৃত্যু সনদ, আইডি কার্ড তৈরীর ক্ষেত্রেও সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়ছেন। যদিও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে কিন্তু তারা স্বাক্ষরের পূর্বে নানারকম ডকুমেন্টস চাইতে থাকেন। এতে করে জনগণ বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। ইতিমধ্যে ২৯ ও ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি অফিসার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন।
সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৩৮ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ফেরদৌসী বেগম, মোছা. দিলারা বেগম, ও গোলাম সরওয়ার মির্জা।
বিডি প্রতিদিন/হিমেল