কবি জীবনানন্দ দাশের পৈত্রিক ভিটা উদ্ধার, তার নামে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নির্মাণের দাবি জানানো হয়েছে। কবির ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় এ দাবি করেন বক্তারা। মঙ্গলবার সকালে নগরীর জীবনানন্দ দাশ সড়কে স্থাপিত কবির পৈত্রিক ভিটার একাংশে নির্মিত কবি জীবনানন্দ দাশের স্মৃতি মিলনায়তন ও লাইব্রেরীতে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘের সাবেক সভাপতি তপঙ্কর চক্রবর্তী। আলোচনা করেন কাজী সেলিনা, হাসিনা বেগম, অপূর্ব গৌতম, সুভাষ চন্দ্র দাস, শোভন কর্মকার ও পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
সভায় বক্তারা জানান, কবির জন্ম এই বরিশালে। কবির পিতা সত্যানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। কবি নিজেও ব্রজমোহন কলেজে ১৯৪৬ সাল পর্যন্ত ইংরেজি ভাষার শিক্ষক ছিলেন। কবির পিসি স্নেহলতা দাশ বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। বরিশালের প্রকৃতি ঘিরেই কবির অজস্র রচনা ও সাহিত্য কর্ম।
কবি আসমা চৌধুরী বলেন, কবির পৈত্রিক ভিটা সর্বানন্দ ভবনের একাংশে একটি অসম্পূর্ণ লাইব্রেরি হয়েছে। যেখানে কর্তৃপক্ষ কোন সময়ই পুষ্পার্ঘ অর্পণ করেনি। তাই সর্বানন্দ ভবন ঘিরে কবির নামে শিক্ষা ও গবেষণার জন্য একটি বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারের কাছে আহবান জানিয়েছে তিনি।
আলোচনা সভায় বক্তারা, বরিশালসহ সারা পৃথিবীতে কবির স্মৃতি বিজড়িত স্থানসমূহ সংরক্ষণের দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ