তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ নদীপাড়ের সর্বহারা মানুষের শোষণ মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। ‘সবুজ রংপুর’ সংগঠনের উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন সমাবেশে অংশ নেন তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত সহস্রাধিক মানুষ।
সবুজ রংপুরের আহ্বায়ক মাহবুব হোসেন সুমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট পলাশ কান্তিনাগ, জেলা বিএনপি’র অন্যতম সদস্য এমদাদুল হক ভরসা প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি বছর শুষ্ক মৌসুমে ভারত পানি প্রত্যাহার করে তিস্তা নদীকে শুকিয়ে মারে। বর্ষায় পানি ছেড়ে উত্তরের জনপদ ভাসিয়ে দেয়। তিস্তাপাড়ের মানুষ নিদারুণ কষ্টে বন্যা ও খরার সাথে মোকাবিলা করে দিনাতিপাত করছে।
তারা আরও বলেন, হাসিনা সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলে তিস্তাপাড়ের মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে। ভারতের স্বার্থে ব্যাঘাত ঘটবে বলে হাসিনা সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার নতজানু পররাষ্ট্র নীতি অনুসরণ করে না। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ তিস্তা পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হোক।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই