সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় গরু ভর্তি ট্রাক লুটের ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদলের সদস্যরা ট্রাকের চালক, হেলপার ও গরুর দুইজন মালিককে বেধরক মারধর করে সাথে থাকা মোবাইলফোন, নগদ টাকা ও গরু ভর্তি ট্রাক নিয়ে গেছে।
বুধবার (২৩ অক্টোবর) ভোরে সাভারের সিএন্ডবি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় আহতরা হলেন- লুট হওয়া ট্রাকের মালিক ও চালক মো. খাইরুল ইসলাম (৫১) হেলপার মো. কাজল (২৪) এবং গরুর মালিক মো. শহীদুল ইসলাম (৪২) ও মো. খোরশেদ আলম (৫২)।
ট্রাকচালক খাইরুল ইসলাম বলেন, চাপাইনবাবগঞ্জ থেকে ৫টি গরু নিয়ে কুমিল্লায় যাচ্ছিলাম। ভোরে সাভারের সিএন্ডবি এলাকা পার হলে একটি পিকআপ দিয়ে গরু ভর্তি ট্রাকটি ব্যারিকেড দেয়। এসময় ১০-১৫ জনের একদল ডাকাত আমাদেরকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে এলোপাতারি মারধর করে তাদের পিকআপে উঠিয়ে চোখমুখ এবং হাত-পা বেঁধে ত্রিপল দিয়ে ঢেকে আবারও মারধর করে। পরে আমাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন গরুর মালিক শহিদুল ইসলামের দুইটি চেক বই ছিনিয়ে নেয়। পরবর্তীতে আমাদের চোখমুখ ও হাত-পা বাঁধা অবস্থায় কেরাণীগঞ্জ এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। ডাকাতির ঘটনায় আমাদের সাড়ে ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, গরু ভর্তি পিকআপ লুটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এখানে গরুর মালিক এবং গাড়ির মালিকের কথার মধ্যে পার্থক্য পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এটি আসলেই ডাকাতি নাকি অন্যকিছু। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ