রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় চন্দ্রিমা উদ্যান ব্রিজের সামনের রাস্তায় দুটি প্রাইভেটকারের মাঝে চাপা পড়ে আব্দুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৭টার দিকে শেরে বাংলা নগর চন্দ্রিমা উদ্যান ব্রিজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আব্দুর রহমান আদাবর শেখেরটেক এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শেরে বাংলা নগর চন্দ্রিমা উদ্যান ব্রিজের পাশের সড়কে দুটি প্রাইভেটকারের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল চালক আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী একজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া এ ঘটনায় আরও একজন পথচারী আহত হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই