রাজধানীর ডেমরায় জুম্মন হোসেন (২৮) নামের এক অটো চালকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শনিবার সকালে ডেমরা দক্ষিণ পূর্ব বক্সনগরে ভাড়া বাসার লোহার এঙ্গেলের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃতের পরিবারের বরাদ দিয়ে তিনি বলেন, জম্মুনের স্ত্রী শান্তি বেগম বেশ কয়েক মাস আগে ভারতে চলে যান। তাদের দুই বছরের কন্যা সন্তান রয়েছে। সে তার নানির বাসায় থাকে। সংসারে অভাব অনটন ও পারিবারিক অশান্তি থেকে জুম্মন হোসেন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তার পরিবারের সদস্যরাও একই কথা জানিয়েছেন। এরপরও অন্য কোনো কারণ রয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
জুম্মন হোসেনের বাড়ি চাঁদপুরের রায়পুরে। তার বাবার নাম বিল্লাল হোসেন।
বিডি প্রতিনিধি/জুনাইদ