রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলির মাঝে পড়ে মো. রহমত ওরফে সার্জ্জন (১৩) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেনেভা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সার্জ্জন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম মো. শমসের।
আহতের বড় ভাই মোহাম্মদ মুরাদ বলেন, বিকেলে বাসা থেকে পানি আনতে বাইরে বের হয়েছিল সার্জ্জন। কিন্তু জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে ছোট ভাই সার্জ্জন ডান হাতে ও পেটের নিচে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে সেখান থেকে তাকে রাত সাড়ে সাতটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অনেকেই আহত হয়েছেন বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ম. ফারুক বলেন, আহত কিশোর ঢামেকে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/এমআই