গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)র আওতাধীন সমিতির উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ঋণ বিতরণ, ম্যানেজার কমিশনের চেক প্রদান ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পল্লী উন্নয়ন প্রশিক্ষণ হল রুমে এটি অনুষ্ঠিত হয়।
চেক বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছাত্তার।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরবি ঢাকা বিভাগের যুগ্ন সচিব ও পরিচালক (সরেজমিন) নাদিরা হায়দার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিআরডিবি উপ-পরিচালক আব্দুল হান্নানসহ সহ বিআরডিবি অফিসের বিভিন্ন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ