গাজীপুরে কালিয়াকৈর উপজেলার একটি পুকুর থেকে নারীসহ ২ বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৌচাক ইউনিয়নের কলাবাধা এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় একটি পুকুরে মরদেহ দুটি পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। এ ঘটনায় এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাত ওই নারীর বয়স আনুমানিক ৩৬ এবং ছেলে শিশুটির আনুমানিক বয়স ৩।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ