শেখ মুজিবুর রহমান গনতন্ত্রকে হত্যা করেছিলো বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কালিয়াকৈর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ে গাজীপুর জেলা যুবদল ও কালিয়াকৈর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে আনন্দ র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বাবার মতো শেখ হাসিনাও এদেশে এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন। এ কারণেই জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার তোপের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা।
এর আগে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীর খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে আরোও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ ও গাজীপুর জেলা যুব দলের সাবেক আহবায়ক এডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক