তরুণ প্রজন্মকে ভৌতিক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে টগি ফান ওয়ার্ল্ডে আয়োজন করা হয়েছে ‘সম্পুকট্যাকুলার সোয়রে ৩.০’ নামে ভিন্নধর্মী এক হ্যালোইন উৎসব।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে টগি ফান ওয়ার্ল্ড ও বিডি কসপ্লেয়ারের যৌথ আয়োজনে বিকেল থেকেই বিচিত্র সাজে সেজে আসতে শুরু করেন পপকালচার অনুসারী অ্যাডভেঞ্চারপ্রেমীরা। এতে করে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে টগি ফান ওয়ার্ল্ডে সৃষ্টি হয় এক ভৌতিক পরিবেশ।
আয়োজকরা জানান, ‘স্পুকট্যাকুলার সোয়রে ৩.০’ এর তৃতীয় আয়োজনে কসপ্লেয়ারদের ভৌতিক উপস্থাপনার পাশাপাশি ফেস পেইন্ট, রহস্যময় ফরচুন টেলার, গেম, বিভিন্ন ধরনের খাবারের স্টলও ছিল উল্লেখযোগ্য। টগি ফান ওয়ার্ল্ডের জনপ্রিয় গেইম ‘এসকেপ রুম’ কসপ্লেয়ারদের পারফর্মেন্সে বাড়তি মাত্রা যোগ করে।
উৎসব উপলক্ষ্যে বসুন্ধরা সিটি এবং বিশেষ করে টগি ফান ওয়ার্ল্ড সাজানো হয় হ্যালোইনের আমেজে।
সন্ধ্যায় আয়োজন করা হয় ‘মিট অ্যান্ড গ্রিট উইথ সেলিব্রেটি কসপ্লেয়ারস’। এতে ভূতুড়ে বিভিন্ন পোশাক পরে টগি ফান ওয়ার্ল্ডের লেভেল থার্টিনে অংশ নেন বিভিন্ন সেলিব্রেটি কসপ্লেয়ারস। তারা ভিন্ন ভিন্ন কল্পচরিত্রের সাজ-পোশাকে চমক দেন দর্শকদের।
এছাড়া, টগি ফান ওয়ার্ল্ডের বিভিন্ন সেলফি বুথ এবং খাবার সাজানো হয় হ্যালোইন উৎসবের আদলে। হ্যালোইন সাধারণত পশ্চিমা দেশগুলোতে উদযাপন করা হয়। তবে, ইদানীং বাংলাদেশের তরুণদের মধ্যেও এটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে।
বিডি প্রতিদিন/ইই