বাসচাপায় নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ ১০ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টা থেকে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টায় সড়ক পার হওয়ার সময় বাসচাপায় ঐ শিক্ষার্থী নিহত হন। নিহত শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম। তিনি ঢাকার আজিপুর শ্যামলী এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের মেয়ে।
ঘটনার পর শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ পরিবহণ নামের ওই বাস আটক করে অগ্নিসংযোগ করে। পরে বাসের চালক ও হেলপারসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে রাত ১০ টা থেকে মহাসড়ক অবরোধ করে।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বাস চাপায় নিহত মিমের লাশের সুরতহাল করা হয়েছে। পরে তার লাশ বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে শিক্ষার্থী মিমের জানাজা হয়। পরে বেলা ১২টার পর শিক্ষার্থীর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পারিবারিক তত্ত্বাবধানে ঢাকায় লাশ দাফন করা হবে।
তিনি আরো জানান, শিক্ষার্থীদের দেওয়া ১০ দফা দাবি নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমরা অধিকাংশ দাবি আদায় করেছি। কিছু দাবি কাজ চলমান রয়েছে। শিক্ষার্থীদের আমরা আশ্বস্ত করেছি অতিদ্রুত সবগুলো দাবি পূরণ করা হবে।
মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, 'আমাদের ১০টি দাবির প্রধানগুলোর একটিও পূরণ হয়নি। এখন পর্যন্ত খুনি বাস চালককে গ্রেফতার করতে পারেননি প্রশাসন। বাস মালিককেও হাজির করতে পারেননি তারা। এসব দাবিসহ আমাদের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়ব না।'
শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা-বরগুনা ও ভোলা রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। যাত্রীসহ সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়েছে।
পরবর্তীতে সন্ধ্যা সাতটার দিকে শিক্ষার্থীরা দূরপাল্লা রুটের ৭টি যাত্রীবাহী বাস নিজেদের ক্যাম্পাসে নিয়ে মহাসড়ক ছেড়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীরা বিষয়টি সমাধানের জন্য হয়ত বাসগুলো আটকে রেখেছে। বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কমকর্তারা বিষয়টি সমাধানে সভা করছেন।
বিডি প্রতিদিন/মুসা