গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকায় আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তানজিনা খানম লাকী (৩৪) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ গাজীপুর মর্গে প্রেরণ করেন। ঘটনার পর থেকে স্বামী সুমন পলাতক রয়েছেন। তবে ঘটনাটি রহস্য জনক বলে মনে করছেন এলাকাবাসী।
নিহতের বোন পুতুল জানান ,পারিবারিক কলহের জের ধরে কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মতবিরোধ চলছিলো। বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী সুমন ও স্ত্রী লাকী উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ভোর রাতে গলায় ওড়ঁনা পেচিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে লাকি।
এ ব্যাপারে পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিব বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক