রাজধানীর হাজারীবাগ থানাধীন নতুন রাস্তা পুলপার এলাকা থেকে অজ্ঞাত নামা একদিন বয়সী ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ-ঢামেক হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী পথচারী রিয়াজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নবজাতক টিকে পুলপার এলাকায় দুটি ভবনের মাঝখানে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে হাজারীবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পরে তাদের সহযোগিতায় সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নবজাতক টিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন