ইমাম আহমদ রেযার বিস্ময়কর গবেষণা মুসলিম জাতির জন্য আশির্বাদ। তার বহুধর্মী গবেষণা সারা বিশ্ব মুসলিমের জন্য অনুপম নিদর্শন বটে। মোট ৫৪টি বিষয়ে বিশ্লষণধর্মী গবেষণালব্ধ বই আজও দীপ্তমান হয়ে আছে প্রতিটি মানুষের মনের পাঠাগারে।
আজ রাজধানীর আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন (গুলনকশা) মিলনায়তনে অনুষ্ঠিত কনফারেন্সে বক্তারা এ কথা বলেন।
ইমামে আযম ও আলা হযরত গবেষণা পরিষদ কর্তৃক জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিত্বে ও সংগঠনের আহ্বায়ক উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারত থেকে আগত আল্লামা সাইয়্যিদ শাহ মিসবাহ উল হক ইমাদী। বিশেষ অতিথি ছিলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ কাদেরী। আলা হযরতের জীবনী ও গবেষণার বিভিন্ন বিষয়ের উপর তথ্য ও তাত্বিক বক্তব্য রাখেন, অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ, হাফেজ অধ্যক্ষ কাজী মুহাম্মদ আব্দুল আলীম রেজবী, মাও. অধ্যক্ষ জসিম উদ্দীন আল আজহারী, শাইখুল হাদীস মোস্তাক আহমদ, মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, মাও. মুহিউদ্দীন লতিফী, মাও. মাসউদ হোসাইন আলকাদেরী, ড. মুহাম্মদ নাসির উদ্দীন নঈমী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, মাও. সেকান্দার হোসাইন আলকাদেরী, মাও. ইকবাল হোসাইন আলকাদেরী, হাফেজ গোলাম কিবরিয়া আল কাদেরী, মাও. শহীদুল্লাহ বাহাদুর, মাও. জয়নাল আবেদীন কাদেরী, মাও. সোলায়মান আলী রেজভী, মুফতি আজিজ রেজবী, অধ্যক্ষ কাজী মুহাম্মদ নুরুল আলম, অধ্যক্ষ নুরিন্নবী রাহমানী, মাও. নুরুল ইসলাম জিহাদী, শাইজ জয়নুল আবেদীন কাদেরী, কাজী মুবারক হোসাইন ফরায়জী, আলহা্জ্ব মোহাম্মদ ইকবাল, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ আব্দুস সাত্তার, তবারক হোসেন মজুমদার, কজাী মুহাম্মদ জসিম উদ্দিন সিদ্দীকি আশরাফী, মাস্টার আবুল হোসেন, আব্দুল মালেক বুলবুল, মাঈনুল ইসলাম, ফরহাদুল ইসলাম বুলবুলি, মোহাম্মদ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত