নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে বরিশাল নগরীতে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা প্রশাসক বাজারের বিভিন্ন দোকানে পলিথিন কিংবা পলিপ্রপাইলিন শপিং ব্যাগ রয়েছে কিনা তল্লাশি করেন। পরে তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ পলিথিন ব্যবহার করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আগামীতেও এই অভিযান চলমান থাকবে। পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান, মো. রবিউল হাসান ভূঁইয়াসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/মুসা