সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা ও গলায় দড়ি প্যাঁচানো অজ্ঞাতপরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকায় চন্দ্রা মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদুৎ এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞাত শিশুর লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
আশুলিয়া থানার এসআই দেলোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটি একটি দল প্রাথমিক তদন্ত করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। নিহত শিশুর পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। শিশুর বয়স আনুমানিক ১০-১৫ দিন হবে।
অপরাধ আড়াল করতেই সড়কের পাশে লাশটি ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলেও জানান তিনি।