বরিশালের মুলাদী উপজেলার মিয়ারহাট বাজারে আগুনে পুড়ে যাওয়া ১০ দোকানীকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত। বৃহস্পতিবার উপজেলা জামায়াতের উদ্যোগে অর্থ সহায়তা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়া হয়। অর্থ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াত আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দীন মুহাম্মদ বাবর। তিনি বলেন, মানুষ যেখানেই বিপদগ্রস্ত ও সমস্যাগ্রস্ত হয় সেখানেই জামায়াতে ইসলামী ছুটে যায়। জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জামায়াতে ইসলামীর কর্মী মানেই একজন সমাজকর্মী।
মুলাদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবু ছালেহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মু. আব্দুল্লাহ আহাদ, মুলাদী পৌরসভা আমির ডা. মাওলানা মো. মোর্শেদ আলম, গাছুয়া ইউনিয়ন সভাপতি প্রভাষক মো. দিদারুল আহসান, চরকালেখান ইউনিয়ন আমির মাওলানা মো. আব্দুল খালেক, মিয়ারহাট বাজার কমিটির সভাপতি মাওলানা মো. নেসার উদ্দীন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ