রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ হানিফ ফ্লাইওভারের নিচ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। শিশুটির বয়স আনুমানিক একদিন হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফখরুল হাসান ফারুক বলেন, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে খবর পেয়ে সায়দাবাদ হানিফ ফ্লাইওভারের নিচে সাদা ওড়না দিয়ে মোড়ানো অবস্থায় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে নবজাতকের মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। কে বা কাহারা ওইস্থানে মৃত নবজাতকটিকে ফেলে গেছে তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ