নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন দুইটি পোশাক কারখানার শ্রমিকরা। তবে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। সেই সাথে শ্রমিকরা জড়ো হওয়ার আগেই তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কটিতে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। কিছুক্ষণ পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা সড়কের পাশের গলিতে অবস্থান করেন।
বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, কারখানার আন্দোলনরত শ্রমিকদের দাবিগুলো নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর আগামি বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতনের টাকা পরিশোধের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের আশ্বাসে ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কারখানা সামনে অবস্থান নেওয়ায় শ্রমিকরা চলে গেছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও শিল্প পুলিশের সদস্যরা কারখানা সামনে ও বিসিকে অবস্থা নেওয়ায় কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেই সাথে যানচলাচলের বিঘ্ন ঘটেনি। এদিন সকল পোশাক কারখানায় কর্মপরিবেশ স্বাভাবিক ছিলো।
ফতুল্লার বিসিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পোশাক কারখানায় শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের মুখে বেশিরভাগ কারখানা বন্ধ থাকলেও মঙ্গলবার সকল কারখানা খোলা ছিলো। কোনও গার্মেন্টস বন্ধের খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ