নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. মানিক মিয়া (৩৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কুতুবপুরের শাহীবাজার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া (৩৯) মুন্সিগঞ্জের চর সন্তোশপুর এলাকার মুজাফফর প্রধানের ছেলে। বর্তমানে তিনি পরিবারসহ শাহীবাজার আমতলা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, মানিক মিয়া নির্মাণাধীন ভবনে কাজ করতেন। এদিন দুপুরে ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিনিধি/মুসা