দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গোপন সিন্ডিকেট ভেঙে দেয়া ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বলেন, পতিত সরকারের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীসহ দুর্নীতিবাজ নেতা, সুবিধাবাদী লুটেরাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
শুক্রবার পল্টনে ইআরএফ মিলনায়তনে আন্দোলনের ঢাকা মহানগরীর কাউন্সিলে বক্তারা একথা বলেন। আয়োজক সংগঠনের আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা জালালুদ্দিন, মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, মোস্তফা তারেকুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, দেশ-জাতির আদর্শিক যে সংকট তা কাটিয়ে ওঠার লক্ষ্যে কোরআন-সুন্নাহকে আইনের উৎস হিসেবে গ্রহণ করে সংবিধান প্রণয়ন করতে হবে। দেশের সকল সংকট সমাধান একমাত্র ইসলামী সংবিধানেই। ভবিষ্যত প্রজন্মকে সৎ, দুর্নীতিমুক্ত ও আদর্শবাদী হিসেবে তৈরি করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সর্বস্তরে ইসলামী শিক্ষা ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য নিজ নিজ ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার জন্য জোর দাবি বক্তারা।
বিডি-প্রতিদিন/শআ