অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা মো. আদিলুর রহমান বলেছেন, বন্ধ সেতাবগঞ্জ চিনিকল দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। এ ছাড়া পর্যায়ক্রমে দেশের বন্ধ চিনিকলগুলো চালু করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে আমরা কাজ করছি।
শনিবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, বন্ধ ছয়টি চিনিকল চালু করার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা ১০০ কোটি টাকা দিয়েছি। আর ১২০ কোটি টাকা দিলেই চিনিকলগুলো চালু হয়ে যাবে।
তিনি বলেন, সেতাবগঞ্জ চিনিকল একটি সম্ভাবনাময়ী শিল্প প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নিজস্ব ৩৮০০ একর জমি রয়েছে। সেতাবগঞ্জ চিনিকলের অনেক জমি অন্যদের দখলে রয়েছে, তা উদ্ধার করতে হবে।
সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাসারকে জমি উদ্ধারের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন শিল্প উপদেষ্টা মো. আদিলুর রহমান।
এসময় চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান দিপিকা ভদ্র, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিল্প উপদেষ্টা পরিদর্শন শেষে চিনিকল চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন এবং চিনিকলের অতিথি ভবনে সংক্ষিপ্ত সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই