গত ১৬ বছর ধরে শেকলে বন্দি জীবনযাপন করছেন দুর্ঘটনায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারানো ২৪ বছর বয়সী যুবক রতন বাড়ৈ। দরিদ্র পরিবারে আর্থিক সংকটের কারণে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
রতন বাড়ৈ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন বাড়ৈর ছেলে।
রতন বাড়ৈর মেজ বোন সীমা বাড়ৈ বলেন, ছোট বেলায় আমার ভাই রতন বাড়ৈ সুস্থ ছিল। ৮ বছর বয়সে খেলতে গিয়ে গাছের শিকড়ের সাথে লেগে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। চিকিৎসা করলে একটু সুস্থও হয়। পরে আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা হয়নি। বাবার মৃত্যুর পর চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসা সেবা না পেয়ে দিনে দিনে রতনের পাগলামি বেড়ে যায়। সে বাড়িঘর ভাঙচুর, আসবাবপত্র তছনছ, মানুষজন দেখলেই সে তাদের উপর হামলা করে কামড় দেয়। এ কারণে রতনের মা-বোনরা ঘরের পেছনে একটি টিনের চালা ঘরে রতন বাড়ৈকে দীর্ঘ ১৬ বছর ধরে কোমড়ে শিকল বেঁধে তালা দিয়ে রেখেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন বলেন, জেলা প্রশাসকের সাথে কথা বলে রতন বাড়ৈর চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ ছাড়াও চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হলে তাও দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই