বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) দক্ষিণ এশিয়ার কৃষি আবহবিদ্যা বিষয়ক শিক্ষা, গবেষণা এবং পরামর্শ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহবিদ্যা বিভাগের আয়োজনে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে সকাল ১০টার দিকে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটি অব বাহাওয়ালপুর’র (আইইউবি) কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ওয়াজিদ নাসিম যাতই এবং নেপালের ন্যাশনাল একাডেমি অব সায়েন্স এন্ড টেকনোলজির (নাস্ট) একাডেমিশিয়ান ড. মদন লাল শ্রেষ্ঠ।
সেমিনারের শুরুতে বশেমুরকৃবি’র কৃষি আবহবিদ্যা বিভাগের প্রধান ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. নাসিমুল বারী বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, পরিবর্তিত আবহাওয়া-জলবায়ু এবং এর বিবিধ সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর যথাক্রমে পাকিস্তান ও নেপাল থেকে আগত বিশেষজ্ঞ কৃষিবিদ ও বিজ্ঞানীরা নিজ নিজ দেশের কৃষি আবহাওয়াবিদ্যার অগ্রগতির উপর প্রেজেন্টেশন তুলে ধরেন। যেখানে তাদের দেশের আবহাওয়া পূর্বাভাস, জলবায়ু পরিবর্তন, কৃষিতে রাডার, জিআইএসসহ উন্নত প্রযুক্তির ব্যবহার, কৃষিতে দৃশ্যমান চ্যালেঞ্জ ও তার বৈজ্ঞানিক সমাধান বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর সাথে তার ভৌগোলিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের প্রতিও সেমিনারে আলোচনা হয়। দু’জন বহিরাগত বিশেষজ্ঞের প্রজেন্টেশন শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
উল্লেখ্য, সেমিনার শেষে বহিরাগত বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদ্বয়ের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর।
বিডি প্রতিদিন/এমআই