রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক পিএম শফিকুল ইসলামকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শনিবার বিকালে নগরীর সাধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, অধ্যাপক পিএম শফিকুল ইসলাম নগরীর সাধুর মোড়ের একটি বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ওই বাড়িতে হানা দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতিতে শফিকুল ইসলামকে মারধর করে তারা। এছাড়া পুলিশকে অশ্লীল ভাষায় গালাগালি করে। পুলিশের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা।
পিএম শফিকুল ইসলাম সম্প্রতি অবসরে যান। এরপর তিনি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছিলেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, পিএম শফিকুল ইসলামকে থানা নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত