বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান।
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা কমিটির উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুল জব্বার, সহ-সভাপতি কবির আহমেদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মশিউর রহমান।
সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দীন ইয়ামিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম।
সম্মেলন শেষে একটি মিছিল বের করা হয়, যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এমআই