গাজীপুরে হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে রবিবার আদালতে তোলা হয়েছে। এ সময় উৎসুক ক্ষুব্ধ জনতা কিরণের ওপর ও তাকে বহনকারী পুলিশের প্রিজনভ্যানে পঁচা ডিম, টমেটো, ঝাড়ু ও জুতা নিক্ষেপ করেছে। এসময় তার ফাঁসির দাবিতেও বিক্ষোভ করে তারা। রবিবার গাজীপুরের আদালত এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার সকালে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করা হয় আসাদুর রহমান কিরণকে। পরে আদালতের বিচারক ইকবাল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ৯টি মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাগুলো গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর, কোনাবাড়ি, সদর থানা ও রাজধানীর উত্তরা থানায় দায়ের করা হয়। রবিবার গ্রেফতারকৃত কিরণকে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করা হয়। পরে আদালতের বিচারক ইকবাল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডি প্রতিদিন/হিমেল