রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শাকিল হোসেন (২১) গুরুতর আহত হয়েছেন। রবিবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে মোটরসাইকেল আরোহী আইয়াফ রহমান আদি জানান, তাদের বাসা তেজগাঁওয়ের শাহীনবাগ এলাকায়। তারা রাতে শাহীনবাগ থেকে মোটরসাইকেল চালিয়ে শাহবাগ যাচ্ছিলেন। পথে কারওয়ানবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করে ওই ব্যক্তি মোটরসাইকেলের সামনে চলে আসেন। এ সময় মোটরসাইকেল ব্রেক করলে ওই ব্যক্তি ও শাকিল রাস্তায় ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অজ্ঞাত ব্যক্তিকে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারওয়ান বাজার থেকে আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আর মোটরসাইকেল চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মারা যাওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স ৫০ বছর হবে।
বিডি প্রতিদিন/নাজিম