বরিশাল নগরীতে ভেজাল ঘি তৈরিকারীসহ এক বেকারি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বরিশাল জেলা প্রশাসক দপ্তরের সহকারী কমিশনার লুৎফর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তাকে সহায়তা করে বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর ও মহানগর পুলিশের একটি দল।
অভিযানে নগরীর দপ্তর খানা এলাকায় ভেজাল ঘি তৈরি করা মিঠুন দে-কে ৫০ হাজার ও নাজিরের পোল এলাকার শিল্পি বেকারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম লুৎফর রহমান বলেন, সয়াবিন, পাম অয়েল, পশুর চর্বি, ভেজিটেবল ফ্যাট, আলুর পেস্ট, রাসায়নিক দ্রব্য, রং ও ফ্লেভার মিশিয়ে ওই কারখানায় ভেজাল ঘি তৈরি হতো। প্রতিবছরই রোজা বা ঈদকে সামনে রেখে এ ভেজাল ব্যবসা জমজমাট হয়ে ওঠে। তাই ভোক্তা পর্যায়ে খাদ্যের মান নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল