বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল জেলা কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের জেলা শাখা এ কর্মসূচি পালন করে।
সংগঠনের জেলা সভাপতি আক্তারুজ্জামান হিরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা দেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক ইসতিয়াক আহাম্মেদ রাহাত, বরিশাল জেলা শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন, পরিচালক মো. মেহেদি হাসান লিংকন, হাসনাইন আহাম্মেদ তামিম, লিটন চন্দ্র মালি, সেলিম চৌধুরী, পটুয়াখালি জেলার সাধারণ সম্পাদক গাজি শহিদুল ইসলাম শাহীন, ঝালকাঠি জেলার ফেরদৌস আহাম্মেদসহ প্রমুখ।
বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় সমাবেশ হয়।
এসময় বক্তারা বলেন, গত ৫ জানুয়ারি ভোররাতে বরিশাল নগরীর সদর রোডের কার্যালয়ের নিজস্ব ভবন ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় জড়িত একজন শ্রমিককে আটক করেছে পুলিশ। দুই ঘণ্টা ধরে চালানো তাণ্ডবে ২০ জন শ্রমিক অংশ নেয়। পাশের প্রিন্টিং মালিক ইকবাল আজম খানের নির্দেশে এ হামলা চালানো হয়। এ ঘটনার পরে আমরা ধর্মঘটের ডাক দিলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম আমাদের ডেকে নিয়ে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন। এরপরও বেশ কয়েক দিন কেটে গেলেও প্রধান আসামি ইকবালসহ অন্যরা গ্রেফতার হয়নি। যদি জড়িতদের অবিলম্বে গ্রেফতার না করা হয় তাহলে দেশব্যাপী ধর্মঘটের হুশিয়ারি দেন নেতারা।
বিডি প্রতিদিন/হিমেল