নারায়ণগঞ্জে দুই গার্মেন্টসের শ্রমিকরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে বন্ধ ঘোষিত গার্মেন্টস অবিলম্বে চালুসহ আইনানুযায়ী শ্রমিকদের যাবতীয় প্রাপ্য পরিশোধ করার দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
এদিন দুপুরে মাষ্টার টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে। এরপর বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।
একই সঙ্গে এক শ্রমিককে মারধরের ঘটনায় দুপুরে ফতুল্লার মাসদাইরে সিটি কবরস্থানের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আরএস গার্মেন্টসের শ্রমিকরা। পরে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ফতুল্লার উত্তর মাসদাইর কেতাবনগরের মাষ্টার টেক্সটাইল গার্মেন্টসটি বেশ কিছুদিন পূর্বে লেঅফ ঘোষণা করে মালিকপক্ষ। ওই বন্ধ ঘোষিত মাষ্টার টেক্সটাইল গার্মেন্টস অবিলম্বে চালু করা, শ্রমিকদের বকেয়া আইনানুগ যাবতীয় প্রাপ্য পরিশোধ করার দাবিতে তারা সমাবেশ করেন।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এর সভাপতি সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা বাসদের সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, ফতুল্লা থানা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এর সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও শ্রমিক নেতা কাদের।
এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার আরএস কম্পোজিটের এক শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মাদার কালারের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে আরএস কম্পোজিটের শ্রমিকরা। পরবর্তীতে খবর পেয়ে সেনাবাহিনী, জেলা প্রশাসন, শিল্প পুলিশ, ফতুল্লা মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ মহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, মাস্টার টেক্সটাইলের মালিকপক্ষ শ্রমিকদের পাওনাদি পরিশোধের জন্য বৃহস্পতিবার সময় দিয়েছিলেন। কিন্তু পরে তিনি অসুস্থতার অজুহাতে আসেননি। অপরদিকে আর এস কম্পোজিটের এক শ্রমিকের সঙ্গে মাদার কালারের শ্রমিকদের মারামারিকে কেন্দ্র করে রবিবার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিল। পরে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উর্ধ্বতনরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ ছেড়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ