২০২৩ সালের ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর এক হামলাকারী যুবককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বান্দ রোড ওয়াপদা কলোনি থেকে হামলাকারী যুবক স্বপনকে আটক করা হয়।
জানা গেছে, হামলাকারী স্বপন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গতকাল সোমবার তিনি নগরীর ওয়াপদা কলোনির বাসায় এসেছে। এ খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা তার বাসায় যায়। তখন পালানোর সময় স্বপনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ইসলামী আন্দোলন বরিশাল মহানগর শাখার এ্যাসিষ্ট্যান্ট সেক্রেটারি মো. নাসির উদ্দিন নাইস জানান, ২০২৩ সালে বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এজেন্টকে বের করে দেয়ার খবর পেয়ে ভোটের দিন দুপুরে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান তিনি।
এসময় কেন্দ্র থেকে বের হওয়ার পর ৩০-৪০ জন লোক নৌকার স্লোগান দিয়ে প্রার্থীর উপর হামলা করে। এ সময় রক্তাক্ত জখম হন তিনি।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়রা আটক করে স্বপনকে পুলিশের কাছে সোপর্দ করেছে। হামলার পর তাকে একবার আটক করা হয়েছিল। ওই ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা