ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে উৎখাত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনায় আহত আবুল কাশেম (১৭) মৃত্যুবরণ করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে মারা যান তিনি। গাজীপুর বোর্ডবাজার এলাকার মৃত জামাল হাজীর ছেলে আবুল কাশেম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত