খুলনায় প্রথমবারের মতো রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রকাশ্যে মানববন্ধন করেছেন জামায়াতের নারী নেতাকর্মীরা।
রবিবার নগরীর শিববাড়ি কেডিএ অ্যাভিনিউতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের জমা প্রস্তাবনা বাতিলের দাবি জানানো হয় মানববন্ধনে।
খুলনা মহিলা ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, কমিশনের বেশ কয়েকটি সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের বিরোধী। ‘সমাজ বনাম রাষ্ট্র’এবং ‘ধর্ম বনাম নারী’কে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। কমিশনের প্রতিবেদনের ধর্মকে নারী বৈষম্যের অন্যতম কারণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বক্তারা এই প্রস্তাবনা শুধু বাতিলই নয়, পুরো ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিলের দাবি জানান।
খুলনা মহিলা ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সাখিয়া বেগমের সভাপতিত্বে ও সদস্য সচিব ফাতমা হক লাকির পরিচালনায় বক্তৃতা করেন নারী নেত্রী ডাক্তার রুখসানা সুলতানা, ফাতিমা বেগম, নাজমুন্নেসা, সাইয়েদা নাসরিন সুলতানা রোজী, রেবেকা সুলতানা, সালমা আতিকা, শাহানারা বেগম, দোররোশ শাহার লাকি, নাসরিন জামান ও সাহিদা খাতুন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন